বিরহ লুকায় যার কাছে প্রতিদিন
সেই বুকের ভিতর রবে চিরদিন
ভালবাসা সময়ের এক নিল খাম
অজানায় ফেলে দেব শুধু লেখা নাম।
অন্তরঙ্গ নীল আভা সাদা মেঘে ভাসা
খুঁজে ফিরি দ্বারে দ্বারে নেই ভালবাসা
প্রকৃতির খেলাঘর নেই কবুতর
পত্র আনবে কে বল খোলা রাখা ঘর।
নিরাশার পথে বসে দিন গুনি আজ
সমাজ ব্যাধির মাঝে নেই কোন লাজ
বসন্ত হৃদয়ে নেই বর্ষার প্লাবন
শীতের মাঝে বৈরিতা খরায় শ্রাবণ
আশায় বাসা বাঁধি হে ভালবাসা নাই
হারানো ভালবাসায় বেদনা লুকাই।