কিছুই নেব না জানি সব দেব আমি
অন্তর বাহিরে হবে শুধু পাগলামি
না সোনার ভানে আমি বলে দেব সব
ভালবাসা হাতছানি হবে কলরব
হৃদয়ের কুঠরিতে আনাগোনা নাই
দেখিতে নয়ন জুড়ে হতাশার ঠাই
নিরালায় আঁখি মুছি শুধু অনুভব
ভালবাসা হয় যেন দেখায় স্বভাব
অন্তর বাহিরে আজ স্বপ্ন মায়া জাল
বুঝি না তোমার মনে আছে কিবা চাল
কত দুরে যাবে তুমি অদেখা র পানে
ছুটে যাবো সেই ক্ষণ হৃদয়ের টানে
মনের মনি কোঠায় রাখবো লুকায়ে
মাঝে মাঝে উঁকি ঝুঁকি থেকে শুধু ভয়ে।