করোনা আজ বিশ্ব ত্বরায় একটি ভাইরাস নাম
মানুষ মরছে জ্বরে ধরছে কি হবে এর পরিণাম ?
জ্বরে শুরু সর্দি ও থাকে মাথা ব্যথা একটু তবে
ছোঁয়াচে ধারায় হাতটা বাড়ায় আস্তে আস্তে ভবে।
একশ বছর আগেও বুঝি হয়েছিল এমন ক্ষণ
স্প্যানিশ ফ্লু রোগে করেছিল মহামারী আক্রমণ
পঞ্চাশ কোটি মানব ভুগেছিল ভাইরাস যন্ত্রনায়
ভয়াল থাবায় পাঁচ কোটি মানব তখন মারা যায়
পুরো বিশ্ব দেখে দৃশ্য বাংলাদেশের কি হবে ?
গণনায় ভুল সত্যের নাই কূল কয়জন বেঁচে রবে?
লক্ষণ দেখিয়ে মরছে সবে হয় না কোন পরীক্ষা
নিরাপদে থাকো আল্লাহ্কে ডাকো তবেই হবে দীক্ষা।