আনকোরা শব্দগুলো সব দিচ্ছে উঁকি
মনের গহীন থেকে অগোছালো হয়ে,
নিচ্ছে আধুনিক নামে কবিতার ঝুঁকি
তিক্ততা থাকবে জেনে রিক্ত কথা সয়ে।
প্রকৃতিতে থাকবে না হয়ে ঝরা পাতা
ঋতুর প্রান্তরে কেন ওরা থেকে যাবে?
বৃষ্টিতে হবে না আর ধরে রাখা ছাতা
আধুনিকতায় উঁকি অশান্ত প্রভাবে।
কবিতার ইচ্ছেরা ঐ সনাতনে কেন?
আনকোরা কেন রবে পল্লীর গলিতে?
গ্রন্থের মলাটে জমা ধুলোর বলীতে!
মনের প্রান্তরে তাই স্বপ্ন দেখা যেন!
সোশ্যাল তাণ্ডবে পথ গতি ছাড়া চলে
আনকোরা আর কত, ইচ্ছে কথা বলে?