তোমার জন্য শহরের দালান কোঠা ভালবাসতে শুরু করেছি
আপন করে নিয়েছি ধুলো ময়লা আর দূষিত বাতাস
নিজের ইচ্ছেকে বিলীন করেছি ওয়াসার পানির মতো
আর জ্যামের শহরে সময়কে ঘৃনা করা ভুলে গেছি সেই কবে !
তবুও তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত, শান্ত ও পরিশ্রান্ত
অভাগার কপালে শান্তি নামক তুমি শব্দটা খুঁজতে।
তোমার শহরে বুঝি রক্তাক্ত মানুষ পড়ে থাকে
খুন শব্দটা এখানে বলা যাবে না, নিষেধ আছে
নিষেধ আছে ধর্ষিত নারী প্রশাসনের কাছে বিচার চাওয়ায়
এখানে ক্ষুধার্ত দেখতে পাওয়া যায়
টাকার ক্ষুধা আর পেটের ক্ষুধা ! চোখের ক্ষুধাও বেশ
ক্ষুধার অভিনয়ও বেশ ঢাক ঢোল পিটিয়ে চলে।
তোমার জন্য আপন করেছি অনিয়ম, দুর্নীতি আর মিথ্যাকে
প্রতিনিয়ত দেখি ধোঁকাবাজির নতুন নতুন ফাঁদ
এখন সয়ে গেছে সব অপবাদ'তো নতুন কিছু না
মাটি ভরাট খালের মতো এই শহরে তবুও থাকি
মুক্ত পাখির মতো ডানা মেলি, তাকাই গ্রামের মেঠোপথে
তারপর তোমার গন্ধ খুঁজি দুর্গন্ধযুক্ত রাজনীতির মাঝেও।
কবে পাবো, কোথায় পাবো এই অপেক্ষা কালের
কিভাবে করবো ঠিক যেমনটা চাই নিজের হালের।