আজ আমি নিঃস্ব !
হারানোর ভয় নেই ! এখন বেঁচে থাকার ভয়,
ক'জনায় দেখবে সুখ ? আর ক'জনায় বেঁচে রয় ?
এখানে তো পিপীলিকা পায়ের পৃষ্ঠে পড়েনি
এখানে তো অবোলা পশু পাখিরা মরেনি
হয়নি কোন ধর্ষণ খুনের অত্যাচার
এ আমার চোখের জন্য শোকার্ত সমাচার।
আমার দেহে এখনো প্রাণ আছে
থাকবে আর কত ক্ষণে ? লড়াই চলবে কত সময় ?
এখানে সাহসী কে হবে ? কে দেখাবে শুধু ভয় ?
অদৃশ্য শক্তি পরাজিত করেছে পুরো জাতি
জ্বলবে আর না এখানে কোন আলোক বাতি!
লুটিয়ে পড়বে সবে বাঁচাও বাঁচাও বলে
শুনবে না কেউ, যে যার মত একাকী যাবে চলে
কে পাবে আশ্রয় ?
ধনীর দরদী, গরীবের মমতায় মাখা চাঁদনী মুখ
মায়ের আঁচল লুটিয়ে পরিবে পদতলে রেখে সুখ
পাপিষ্ঠ বিশ্ব দেখিবে তার প্রকৃতির ধ্বংসের ফসল
লুটেরা পালাবে কোথায়? হারাবে তারাও সকল
ভীরুতায় কখন ডাকিবে ঐ আল্লাহ্র পানে ক্ষমা
নাকি শেষের বেলায় মনে পরবে হারানো প্রিয়তমা !
আজ আমি নিঃস্ব !
মহামারীর কবলে ভালো মন্দ হারাবে কি সবে ?
রেহাই পাবো কি প্রভু তোমার সুন্দর এই ভবে ?