ধর্ষক ও ধর্ষণে প্রবুদ্ধকারীর বিপক্ষে আমি এখন
আমি ঘৃণিত সমাজের চিরায়িত একজন নিন্দুক
আমি আমার বিচার অন্যের হাতে তুলে দেই
চেতনার বিপক্ষে জাগ্রত আমি কাফনে সিন্দুক
আমি প্রতিবাদ ঘৃণা করি প্রতিবাদী চেহারা দেখে
আমি বিপরীতে থেকে যাই আগ্রাসন আলোতে
ধর্ষকের চিত্র আমি মিটিয়ে দিতে চাই ধর্ষিতা হয়ে
উলঙ্গ মনোভাবের পোশাক মনে রঙ্গিন ভালোতে
আমি মৃত্যু চাই কিছু বোঝার আগেই করে খুন
পেতে চাই শোষকের তলোয়ার রক্তিম লাল
ধারণা পাল্টাতে চাই বিবেকের মাঝে লুটিয়ে
নীরবে ধ্বংস চাই আশ্রয়কারীর এই মহাকাল
আমিও ধর্ষক হতে চাই ছিঁড়ে ফুঁড়ে অঙ্গগুলো
যারা ধর্ষকের লালসার জিভ করে দেয় লালা,
ইচ্ছে খুশি যৌনতা উগ্রে দেয় শালীনতার ভিড়ে
মিটাতে চাই আকাঙ্ক্ষা দিয়ে সামাজিক জ্বালা।
আমি হতে চাই খুনি বর্বরতার বিচারক খুনে
পেতে চাই ধর্ষিতা নামের চিহ্ন মিটিয়ে দিতে
কুলসিত সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে দিতে চাই
চাই ধর্ষক সৃষ্টি নারীকে আলোর পথে নিতে