ক্ষণিক জীবনে বুঝি নেই বেশি আশা
যা কিছু নিজের করে বাঁধি নিজ বাসা,
বেদনা আড়ালে রেখে মুখে হাসি থাকে
অনুরাগ ডানা মেলে দুঃখ শুধু ডাকে।
বিষাদের যাতনায় হয়ে যায় ভুল
তবুও মালা গেঁথেই গড়ি তার কুল,
ভাবনায় আবেশিত হবে ভালো কিছু
মিছে মিছি খুঁজে ফিরি যাই কার পিছু ?
আপনারে ভাবি মন ভালবাসা হয়
না জানি হবে কি ক্ষণ মনে শুধু ভয়,
আপন ঘরের মাঝে পরে থাকা মন
সুখের পরশ খুঁজে কেঁদে সারাক্ষণ।
শেষের বেলায় তবু বেঁচে থাকে আশা
যদিও পাবো না জানি শুধু ভালবাসা।