আমি হারিয়ে যাবো যদি হেরে যাই
শূন্যতায় খাঁ খাঁ করবে পরে থাকা স্মৃতির পাতায়,
শীতের আবহ তখন হাড় মাংস খুঁজে পাবে না
শুকনো পাতা'রা ঝন ঝনিয়ে ঝরে পরবে নিরালায়।
কাউকে তখন ছুঁয়ে যাবো আলতো করে দিয়ে শিহরণ
ব্যথার জ্বালায় নিদ্রা ছেড়ে চলে যাবে শান্ত পুকুর পাড়,
আমায় খুঁজবে কি মনের অজান্তে ধ্বংসের সীমানায়
নাকি অশ্রু জলে সমাধি করবে সেই ভালবেসে ঘৃণার।
আমি'তো ধুলো-জমা ডায়েরির মাঝে আবদ্ধ হয়ে রব
উছিলা খুঁজে খুঁজে পাতা উল্টিয়ে হাতের ছোঁয়া দিবে,
বুকের বা পাশে ধুঁক ধুঁক করা বন্ধ হবে না তখনও
কোন পায়ের আওয়াজে পাল্টাবে চিত্র বুকে জড়িয়ে নিবে।
কারও শূন্যতায় তখন ভাবনায় হারিয়ে যাবে অজান্তেই
লুকাবে সবার তরে অগোচরে খুঁজবে স্মৃতির নতুন কিছু,
মানুষের বসতি ছেড়ে বে-নামি ঠিকানায় করবে ছুটাছুটি
বিষণ্ণ চেহারায় খুঁজবে হয়তো নিতে আমার পিছু পিছু।
আমি অদৃশ্য হয়ে যাবো পাওয়ার স্বপ্ন ভাঙ্গলে
তখন আর কাশফুলে মনে দোলা দিবে না প্রান্তরে'র পর,
মাসুল গুনতে থাকবে প্রতি মুহূর্ত অবহেলায় নিজেকে
শূন্যতায় ভেসে যাবে বর্তমান স্মৃতিমাখা জীবনের ঘর।
আমি হারিয়ে যাবো যদি হেরে যাই
ভালবাসার আগেই যদি ভালবাসা হারাই।