যদি এমন হতে পারতাম !
একজন কবি হয়ে একটা কবিতা লিখতে
শুধু আপনার মত।
যদি এমন হতে পারতাম !
সম্মেলনে দাঁড়িয়ে চিৎকারে আবৃত্তি পাঠ
আমার লেখা যত।
কবি, আমি হতে চাই
তোমার মত আবেগ দিয়ে লিখতে
অপেক্ষায় থাকতো সবে,
অনুভবে থাকতো ছোঁয়া
প্রকৃতি আর মানবের সব কথা গুলো
নতুন কবিতা কবে হবে ?
যদি হতে পারতাম একটিবার
সবার হৃদয়ে ঝংকার
আলোচনায় নয় শুধু নীরবতা,
হতাম যদি তোমার শিষ্য
আবৃত্তি হত অনন্য সুমধুর
থেকে যেত সব আমার ইতিকথা।