ইচ্ছে আমার মায়ের বুকে
থাকবো চিরকাল,
কোলের ভিতর মাথা রেখে
দেখবো নিজের হাল।
ইচ্ছে আমার এই ধরণী
স্বপ্ন রঙিন করতে,
সবুজ শ্যামল মাঠের পর
শান্তির ঘর গড়তে।
ইচ্ছে আমার বাংলার তরে
করবো হিংসে শেষ,
ধনী গরীব এক বাঁধনে'র
সোনালী পরিবেশ।
ইচ্ছে আমার গাঁয়ে'র পথে
থাকবে গাছের সারি,
সাজিয়ে রাখবো তোমায় মা
সাজাবো তোমার বাড়ি।
ইচ্ছে আমার শহর ও গ্রাম
রাখবো একই চিত্র,
বিলীন করবো মনের বিষ
শত্রুই তখন মিত্র।