যুদ্ধে যাবো বললে আমি
দাদুর চোখে জল,
বলার ভাষা হারিয়ে ফেলে
বুকে কান্নার ঢল।
বাবা আমায় গল্প শোনায়
দাদী ছিল কেমন,
একাত্তরের হায়েনার দল
মেরে ফেলল যেমন।
সবুজ মাঠে আজকে আমি
করি যেমন খেলা,
মুক্তিযুদ্ধে দাদুরা করেছিল
রক্ত বন্যার মেলা।
মায়ের মুখে সোনা কথায়
ভয়ে কাঁপে বুক,
নানা নাকি শহিদ হয়েছে
তবুও নানুর সুখ।
স্বাধীন দেশের স্বাধীনতায়
আমার আজকে বাস,
লাল সবুজের পতাকা হাতে
বিজয়ের উল্লাস।