হিজল ফুলের মালা রেখেছি বানিয়ে
দু'নয়ন জুড়াইতে এতটুকু হেসো,
করেছি নিমন্ত্রণ যে বৃষ্টিকে জানিয়ে
শ্রাবণ ধারায় ভিজে তুমি কাছে এসো।
চাঁদের মায়া দেখেছি পূর্ণিমাতে রাত
সাদা মেঘে উড়ে যেতে দূর বহুদূর,
নিভৃতে একাকী রবে হারিয়ে সংঘাত
মনের দ্বার খুলতে যাবো সমুদ্দুর।
ভালবাসি ভালবেসে তুমি আমি খুব
বিষণ্ণ ভুলের তরে হারাবো দু'জন
বাধার বিজয় ক্ষণ সুজেলা স্বপন
অধরায় মিশে যাবো না পড়ে বিরূপ।
প্রকৃতির রূপ নিয়ে সাক্ষী হবে পাখি
সমাজের তিরস্কারে বন্ধ করে আঁখি।