গায়ের চাদর বুঝি এখন খুলিবে
চায়ের দোকান ছেঁড়ে বাইরে বেরুবে
কুয়াশার ছায়া ঘেরা আজ আর নাই
কৃষকের সাথে মাঠে আমি ধেয়ে যাই।
ফসলের মাঠে বুঝি যেথা চাষী যাবে
সবুজ ধানের খেতে নব স্বপ্ন পাবে
দেখিবে মুকুলে সে-ই সোনালী ফসল
দুঃখ সব ভুলে যাবে মিলনে সকল।
পরিশ্রমে গড়া কুল ফসলের মাঠ
দু'নয়নে দেখি মেলে কেনা বেচা হাট
আলস্য ছেঁড়ে সে'জন কাঁদায় যে নামে
আমি দেখি চেয়ে থেকে কাজ কত দামে
যেথায় চাষী আমার কোন পথে যায়
আমি যাবো পিছু পিছু তার ঠিকানায়।