ফিলিস্থিনিরা হাঁকডাকে আকাশ পাতাল কাঁপিয়ে ফেলা কেউ নয়
তাদের নেই কোন অতি আধুনিক অস্ত্র, নেই সুবিশাল ভূখণ্ড,
কারিকারি ডলার নেই, নবাকৃতির দাদা নেই,
নেই গুদাম ভরা রসদ।
বিশ্বময় নিন্দিত তারা, নিন্দার ঝড় তোলা সমর্থক বলয় নেই
তাদের জন্য কেউ পাঠায় না সুবিশাল নৌবহর, সাবমেরিন, বোমারু বিমান
এক কথায় পেটে আহার নেই, পোশাক আশাক আর অস্ত্রের বাহার নেই
নেই সাঁজোয়াজান, নেই দামি স্লাইপার, ভারি প্রশিক্ষণ, অঢেল কালাশনিকভ গান।
পায়ের তলায় নেই কোন মাটি, আছে কেবল ক্ষুধা, মৃত্যু, ঝলসে যাওয়া দেহ।
আছে আগ্রাসনে লুটিয়ে পড়া জনসমষ্টি।
চলার গতিপথ আটকে দিয়েছে দখলদার দেয়াল,
পোড় খেতে খেতে পোড়ানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই যেন তাদের
তবুও কোন বলে এতো সাহস নিয়ে লড়ে যাচ্ছে ওরা
মরু যাযাবররা ঘর হারানোর দিনেও
কেমন করে ছোটায় এমন তেজি রফরফ ঘোড়া?
কোন বল ওদের দাঁড় করিয়ে দেয় ইসরায়েলি দৈত্য দানবের মুখোমুখি
কোন অস্ত্রে ওরা দখলদারদের করে চলেছে খোঁড়া ?
পরাজয় মেনে নিয়েই বিজয়ের স্বপ্ন বুনে চলছে প্রতিদিন
হাত পা হারিয়েও অদম্য শক্তিতে এগিয়ে চলছে বীরের মতো
শত শত শহীদ পরে থাকতে দেখেও বুক কাঁপে না একটি শিশুর ।
নারীরা মৃত্যু ছাড়া আর কারও কাছে মাথানত করে না,
বন্দুকের নাল কপালে থাকলেও নামাজ ছাড়ে না,
আল আকসা বুকে ধারণ করে চলে, বলে আমার ভূখণ্ডে বুক চিতিয়ে মরবো।