অনন্ত হয়ে রইবো ভালবেসে আমি
তাজমহল বানাতে নব শাজাহান,
বিশাল সাগরে তরী সব থেকে দামী
আমাজানের জঙ্গলে মধু ফুলে ঘ্রাণ।
মরুর বুকে গড়বো পিরামিড খুব
হৃদয় তরে রাখবো মেঘ সাদা ভেলা,
নীল আকাশে দেখবো ঐ চাঁদের রূপ
ভাবনায় ডুবে থেকে কেটে যাবে বেলা।

স্বপ্নের এমন চিত্র ভালবেসে এই
সীমাহীন মুগ্ধতার যদি দেখা হয়
অপেক্ষার সীমা ছেড়ে কাছে যেতে ভয়
মুহূর্ত পলকে কাটে চেয়ে দেখা সেই।
হয়তো পাবো না কিছু আগে পরে খুব
ভালোবাসো বলে দিলে আমি রব চুপ।