তুমি, আমি ও আমরা এর মাঝে আমি একা
নিঃসঙ্গতা আঁকড়ে ধরেছে আমাকে,
আমি হারিয়ে যাইনি তোমার থেকে দূরে
তবুও কেন জানিনা অদৃশ্যতা যে ডাকে।
ভালবাসি বলেছো আপন খেয়ালে আজ
তোমার বাঁধ ভাঙা উল্লাসে আমি নীরব,
কি করে ব্যথা দেব তোমায়, আমি তো অসহায়?
বুঝতে চাইবে না আমার ব্যথার অনুভব।
বন্ধুরা সবে খুশি, মহা খুশি তোমার প্রেমে
দিন পেরিয়ে আবারও আসলো দিন,
সময়ের গতিতে তুমি আরও বেশি উচ্ছ্বসিত
মিছে হাসি মুখে রেখে অন্তরে কঠিন।
আমিও ভালবাসি! হয়তোবা ছলনায়
যদিও জানি এ ভালবাসায় হবে শেষ,
দুটি জীবনের দেহ-মৃত্যু অকাল সময়ে
দুটি পরিবারে হবে ধর্ম বিরোধী পরিবেশ।
তোমার ভালবাসায় আমি হেরে গেলাম
আমি কি করে জানাবো তোমার জন্য নয়,
বিধর্মী শুনলে তুমিও যে আঁতকে উঠবে
আমার মত তোমার মনেও আসবে ভয়।
আমি জানি তবুও তুমি ভালবাসবে খুব
না পাওয়ার যন্ত্রণায় ঝরাবে দুচোখে জল
বুঝতে দিবে না আমার মত করে আর
আঘাত সয়ে ক্লান্ত হয়ে হারাবে মনবল।