ইচ্ছে গুলোকে আজ ইচ্ছে করেই ছুটি দিয়ে দিলাম
তোমার ঐ প্রদীপ আলোয় এলোমেলো হয়ে,
আজন্ম দুঃখ গুলো খুঁজে নিলাম নিজের করে সব
বিনিময়ে দিতে সমস্ত সুখের হাতছানি নিরালায়
আড়াল করে গহীন ক্ষত আর যন্ত্রণা সয়ে।

প্রতিটি মুহূর্ত দেখার প্রয়াসে লুকিয়ে তোমার চারিপাশ
কখনো রক্ত ঝরানো কাঁটা পা ফেলে রাখা ভাঙা কাঁচে
কখনো আগুনে পোড়া চামড়া চুলোর আঁচে
কখনোবা এমনও হয় লোকের ভিড়ে উঠে নাভিশ্বাস।

তোমায় বলবো ভাবি কিছু কথা নিজের মত করে,
ভালবাসা নামে আগলে রাখবো মনের ঘরে।
আগলে রাখবো ইচ্ছে মতো আছে যত মায়া,
ধিক্কার পাবো জানি, শুনবো কত্ত যে বেহায়া।

তোমার আশায় ইচ্ছে গুলোকে ইচ্ছেমতো দিবো ছুটি
স্বপ্নকেও হারিয়ে ফেলবো দিনের আলোয়,
ভালোবাসি শুধু বলে দিলেই হবে খুব ভালোবাসি
তার পর হারিয়ে যেও রাখবো মুখে হাসি।

তোমার বই পড়ার মাঝে ডুব দিয়ে যাবো খুব
কালো অক্ষরের লেখাগুলো চোখে দেখে ঝাপসা,
পরশ বিলিয়ে নিবো ভেজা কাপড় মেলা তাঁরে
শুকিয়ে গেলেই মন খারাপের তরে হবো নিরাশা।

এমনি কাটবে বুঝি! এই আশা এই হতাশার মাঝে,
কখনো হবে কি মনের আয়না ভালবাসার সাঁজে?



এই কবিতার লেখা হয়েছে মূলত কবি "আশরাফুল হক মহিন" এর কবিতা "জীবন সঙ্গী" এর আদলে। তাই আমি কবি "আশরাফুল হক মহিন" কে এই কবিতাটি উৎসর্গ করলাম।