হয়ে গেলো তার শেষ যাত্রা (পরিণয়)
একরাশ ভালবাসা নিয়ে এই ভবে,
ফিরে দেখা হবে না বুঝি আর
সময়ের আবর্তে ভুলবে পরিজন সবে।
কেউ পাশে নেই, নেই কান্নার ঢল
নিথর দেহ খানি পরে আছে ঘরে,
আপনের ফিরে দেখা শুধুই ভীতু মন
বিদায় কে দেবে? সমাধি কার তরে?
শেষ চিহ্নের ছবি তুলছে না কেউ আজ
চিরচেনা মুখটি আজ অচেনার মত,
অপরাধ মায়াজালে ছিল না তার পথচলা
তবুও অসহায় অশান্তির গতি অবিরত।
এমন বিদায় আমিও চাই না আজ
যার অনুদানে চলতো হাজার পরিবার,
তার নিথর দেহ পরে আছে অবহেলায়
এমনটি যেন হয় না অন্য কারও আর।
আজ মহামারী রোগের ভয়াল থাবা
কাল হয়তো বিদায় পরিণেয়র শেষ,
হাজার, লক্ষ! সংখ্যা ঠিক জানি না
মৃত্যুর মিছিল চলছে রবে কি পরিবেশ?