প্রতিহিংসার বেড়াজালে প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হচ্ছি,
লালসার তরে হারিয়ে ফেলছি ভালোবাসা নামক দামী কিছু,
বিজয়ী হওয়ার নেশা বুদ করে থাকে মাথার ভিতর সারাক্ষণ,
ঈমান কে বিসর্জন দিয়ে অবিরত মিথ্যাকে লালন করছি।
এই যদি জনগণ নামে আমি তুমি আমরা,
নিরীহ নামক প্রাণীগুলোর থাকে না পিঠের চামড়া।
বেঁচে থাকতে তোমার তরেই পাতে শূন্য হাত,
সুদ নামক কালো অস্ত্রে দিনকে করছো রাত।
ভয়ের মাঝে থাকতে থাকতে সাহস হচ্ছে ভিন্ন,
হায়না হয়ে প্রতিবাদী মন সত্যকে করে ছিন্ন।
তার পর কি করে ? তোমার আমার মতোই কি
ভালো থাকার মন্ত্র শিখে দুর্নীতি আর ঘুসে সাই,
জনগণ নামের নেম প্লেটটা আবর্জনাতে তাই।
তবেইতো দুষি একে অপরকে নিত্য সবে রোজ,
এর মাঝেই সরকারি লোক দিচ্ছে উন্নয়নের খোঁজ।
রাজনীতিবিদ ভাষণ দিয়েই খ্যান্ত কাজের বেলা
ঐ জনগণ উল্টো চলেই করছে আজব খেলা।
তবে কি ভালো বলবো কাকে ? আমি নাকি তুমি ?
এই করেইতো হারাতে হয় নিজের জন্ম ভূমি।
বাঙালি নামক শব্দটা তাই বিশ্বে লাঞ্চিত আজ,
বিবেকটাকে কুলসিত রেখে দিচ্ছি বাহারি সাজ।