নিজের বাড়ি নিজের ঘরে কেউ করে না বারণ,
নিজের তরে নিচ্ছি তাই স্বাধীনতা বুকে ধারণ।
ইচ্ছে মতো ঘর সাঁজাই আর বাড়ির আঙ্গিনা বেশ,
সবুজ গাছের সারির সাথে ফুলবাগানের পরিবেশ।
বাজার দরে পণ্য কেনার ঝামেলা এখন নাই,
অনলাইনে সব পাওয়া যায় যখন যা চাই।
ডেবিট কার্ড ক্রেডিড কার্ড ব্যাংক কর্তার দান,
টাকার অংক মূল্যহীন চাইলেই তো সব পান।
কর্তা এখন সরকারি আর দরকারি সিন্ডিকেট,
সইয়ের তলে নিচের পকেট সাথে নতুন রেট।
আমলারা সেই ভোটের পরে দেখে না সেই মাটি,
কন্টাক্ট নামের বিলের তরে গাড়ে এসে ঘাটি।
জনগণ তো তুলশী পাতা যেমন খুশী ধুই,
ধোয়ার পানি স্বাদের হয় রান্নাতে যে রুই।
নেতা যেমন জেতার জন্য হরহামেশা আসে,
যেমন খুশী তেমন দিলেও মুচকি দিয়ে হাসে।
দ্রবমুল্য বাড়ছে যেমন আরও বাড়তে থাকুক,
স্বাধীনতার মুক্তডানা সবাঙ্গিক বজায় রাখুক।
স্বাধীনভাবে খুন ধর্ষণ আর দুর্নীতি চলতে থাকবে
সুদের ভারে বাংলাদেশি উন্নয়ন চিত্র আঁকবে।
আমার তাতে কি আসে যায় কে কেমন রইলো
স্বাধীন দেশে কষ্ট নামের যন্ত্রণা কতো সইলো।
ভালো থাকবো এই নেশাটা চাকরী করেই হবে,
ব্যবসা নামক ঠকবাজিতে সিন্ডিকেট সদা রবে।