আজকে শিশু কালকে বালক
পরশু তুমি পুরুষ,
বিবেক তবুও রীতির বেলায়
হারিয়ে যাচ্ছে হুঁশ।

ধর্মের কর্ম সামনে রেখেই
গাইছো সত্য গান,
ঘুণের হাতে দুর্নীতির জাল
কচু পাতায় মান।

ইচ্ছে ঘুড়ি আকাশে উড়ছে
মেঘের সাথে যুদ্ধ,
পাপীরা সব আমি তোমরাই
ন্যায়ের বেলায় ক্ষুব্ধ।

ভোটের নীতি ঘুষের নীতি
এক সুত্রেই বাঁধা,
আমি পাগল দেখতে ছাগল
চেনার ভুলে গাধা।

লুট রাজ্য দেখার পরেও
নিত্য খাচ্ছি বাঁশ,
ঋণের বোঝা কাঁধে নিয়েই
দিচ্ছি গলায় ফাঁস।