তবুও ভালো আছি, বেঁচে তো আছি!
নিজের তরে দোষটা নিয়ে ভালো আছি খুব,
প্রতিবাদ ভাষা হারিয়ে ফেলে মুখটা ঢেকে চুপ।
শিখে নিয়েছি বাঁচার উপায় মৃত্যুটা রেখে হাতে,
মেনে নেওয়া নামক সমাধান'টাকে আগলে রেখেছি সাথে।
উচ্ছ্বাস নামক মুখের হাসি ঝরায় বুকে রক্ত,
সান্ত্বনার হাত বেঁচে তো আছি মনকে করে শক্ত।
ধরনা ধরাটা স্বভাব হয়েছে ইচ্ছেকে করে বন্দি,
জুলুমের তরে ফাঁকি চলে না মাথা নত করার সন্ধি।
আয়ের পয়সা কর দিয়ে তাই নিজেকে করি পর,
দুর্নীতির তরে অমনি করেই হারাই নিজের ঘর।
ভরসা নামক মিথ্যে বলয় মানতে বাধ্য থাকি,
এমনি করেই বাঁচার যুদ্ধে পরিজন আগলে রাখি।
তবুও ভালো আছি, বেঁচে তো আছি!
হোক'না অপরাধ সাক্ষী দিতে মিথ্যে বলতে হবে,
নয়তো আবার নিজের বেলায় কেউ'না পাশে রবে।
এই ভবেতে প্রতিবাদ করাটা আসবে আবার কবে?
অনেক হয়েছে আরও হবে উন্নয়ন গতি ধারা,
অংক ভুলের হিসাবে কষবে কলম খোঁচা'র দ্বারা।
করের পয়সা ঘরের মাঝে লুণ্ঠিত সম্পদে অতি,
নেতার দৃষ্টি অফিসারের তুষ্টি পুরোপুরি করে ক্ষতি।
তবেই তো আজ বেঁচে আছি নিজেকে বানিয়ে বোকা
সঠিক পথে কেমনে থাকবো? নিত্য খেয়ে ধোঁকা!