আমি বাংলার বিবাগিনি
বাংলার বিরোধিতার সর্বশ্রেষ্ঠ মানুষ
ভালবাসি আমি বাংলার অমর একুশ।
বিবর্ণ বিহঙ্গ চঞ্চু আমি
অন্ধকারের ভয়ার্ত কালো মূর্তি
আমার নাম হবে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী
বাংলা ভাষা বিশ্বের কাছে করে দালালি।
আমি চাই মাতৃ ভাষার শোকার্ত শ্লোগান
আমি চাই মাতৃমধুর অমর সুধা পান
আমি চাই চিরকাল এ মাটির নবীন
নব চেতনার নবীনের মুখে হাসি চাই না
সোনা ভরা কৃষকের ধান চাই না।
চাই সোনালি ফসলের ঘ্রাণ
চাই বিশ্বে বাংলার প্রবীণে নবীন
আমার পকেটে থাকুক টাকার নোট নতুন
আমি বাংলার আজব বিবাগিনি
বাংলার বিরোধিতার সর্বশ্রেষ্ঠ মানুষ
বাংলায় করি ভালো মানুষে নিখোঁজ।
বিবর্ণ ভঙ্গুর অরণ্য আমি
অক্সিজেন আমার নেই এখন
অগ্নিশিখার ভয়ানক জ্বলন্ত লেলিহান
শুধু কয়লা আর বর্ণ রং-এ করি ম্লান।
হতে চাই বিদ্রোহী বাংলায়
পেতে চাই শত্রু ভরা এ জীবন।