আমি ধর্ষক, ধর্ষক আমার বাবা-মা
সমাজ ব্যবস্থা আমাকে করেছে বিবেকহীন
সুযোগের অপেক্ষায় থাকি সাথে জামানত
শয়তানের তাড়নায় লালসা সেই প্রাচীন।
আমার শাসনে নেই আদর্শের ছিটে ফোটা
বাঁধা নেই পর্ণগ্রাফি ভাই বোনের মাঝে,
মায়ের অশালীন পোশাকের আড়ালে সুপ্ত
বাবার যৌন খেলা চলে থাকুক না কাজে।
আমি ধর্ষক, ধর্ষক আমার দেশের আইন
ধারার সংখ্যা আমার জানা কেন নাই ?
বোকা ! পার পেয়ে যাবো, সামান্য ফাইন
বুক ফুলিয়ে আবারও! ইচ্ছে খুশি তাই।
সংখ্যায় আমি, আমরা অনেক আছি দেশে
বিচারক'কে সাথে রাখবো একটু লোভের,
ইচ্ছে করে যারা আসবে পেট বানিয়ে দিবো
অনিচ্ছায় ধর্ষণ নাম সামাজিক ক্ষোভের।
আমি ধর্ষক, ধর্ষক দেশের সংবাদ মাধ্যম
আমিতো আমার কাজ শেষ করে চলছি,
প্রচার করতে ধর্ষিতার দিতে হবে অর্থ-কড়ি
সাথে আরও ধর্ষিত জায়গার কথা বলছি।
ছবি তুলতে হবে আঙ্গিকে ভঙ্গিকে খুব
অর্থ কথা বলে পরিমাণ যত বেশি থাকবে,
খতিয়ে দেখতে ছুঁতে হবে ক্ষণে ক্ষণে
একাকী যেতে হবে যতবার যেখানে ডাকবে।
আমি ধর্ষক, ধর্ষক ধর্ষিতার বন্ধু-স্বজন
কানাঘুষা চলবে, ধর্ষিতা বলায় নেই বাঁধা!
হারিয়ে ফেলবে স্বাভাবিক জীবনের সব
কেউ দিবে না সাহস, দিবে দয়া তবুও আধা।
হারিয়ে ফেলবে ভালবাসার মানুষগুলো
দূরে সরে যাবে যে ছিল আপন সব থেকে,
জন্মটাই যেন আজন্ম পাপ বনে যাবে
অসতী দেহটা'কে অশ্রু জলে ভিজিয়ে রেখে।