ভালবাসা সাধারণ হাতের কাগজে
সুন্দর করে লেখার মেলা প্রেমে বাজে
ভালবাসা স্বপ্ন আশা সবার হৃদয়ে
ছোট বড় সকলের পাওয়াতে ভবে
ভাই বোন সকলের ভালবাসা দিয়ে
বাবা মায়ের আদর ভাগ করে নিয়ে
ভাল আমি তাকে বাসি চুপি চুপি মনে
ফাঁকি দিয়ে বলি কথা নীরবে গোপনে
হৃদয়ের অন্ত নীড়ে লুকানো যে স্বপ্ন
ভালবাসার বন্ধনে গড়তে অনন্য
প্রাণী কুল সব মানে নেই কোন দ্বিধা
মানে নাকো জাত কুল কম বেশি বাঁধা
যেখানে'ই অন্ত নীড় সেখানেই সব
বিধির ভালবাসায় সব কলরব।