সময় হয়েছে, ফিরতে হবে ক্ষণ
অন্য সময় ডাকবে তুমি, হলে প্রয়োজন।
ভালবাসায় ভেসে গেলাম আজ, এই
ভালবাসা দিবস কেন প্রতিদিন নেই ?
তোমার এ স্মৃতি হয়ে থাকবে বহুকাল
যদিও না মানে সমাজ, এই সমকাল!
অবাধে করবো বিচরণ ! ভাল লাগায় সব
তোমার তরে মিনতি, রেখো কলরব।
তোমার ভালবাসায় আমি বিবাগী মন
যা কিছু ছিল আমার করেছি সমন।
ভালবাসা এমন কেন? প্রশ্ন মনে এই !
পবিত্রতা এখন কেন ভালবাসায় নেই ?
যাওয়ার সময় হল শেষ এবার যেতে দাও
আরও যদি নেবার থাকে সব নিয়ে নাও।
তবুও ভালো থাকবো বুঝি, জানলে কি সবে!
এমন ভাবেই এই ভবে, যুগে যুগে ই রবে !