একটুখানি ইচ্ছে করে
ভোরের রোদটা গায়ে মেখে
শীতল ছোঁয়ায় হাতটি রেখে
সবুজ বুকে ঘাসের ছোঁয়ায়
গল্প না হয় করি,
শীতের তরে এই দেশের-ই
নারীর মনটা ধরি
কথায় কথায় মুচকি হাসা
কিছু কথা বোঝার
চোখের ভাষায় কনকনে ভাব
উষ্ণ ছোঁয়া খোঁজার
গুন গুনিয়ে বেসুর গলায়
প্রভাতী গান শোনার
লজ্জা মনের সজ্জা পোশাক
কাঁপা কাঁপি দেহ
সবার মাঝে চলছে যেমন
বূঝবে না'তো কেহ
প্রেম বিনিময় শীত বিনিময়
সাথে আগুন তাপ।
মনের কথা মন দিয়ে হয়
ভূলগূলো সব মাফ।
শিশির কণা চোখের কোণেই
নাকাল দূর্বা ঘাস,
ঘাস ফড়িং এর তিড়িং নাচন
ব্যঙ্গের দীর্ঘশ্বাস।
ইচ্ছে করে এই সকালে
আলু পরোটা খেতে
চায়ের স্বাদটা পেতে
সাথে যদি হয় একটুখানি
চোখের ভাষা চোখে ইশারা
সারস পাখির প্রেমে পড়া
মন মননের সাথী
প্রেম কিরণে বাতি।
শীতের ছোঁয়ায় মনটা যেমন
ভালবাসায় ভাসে,
ঠিক তেমনি নারীর পরশ
রোদ কুয়াশা হাসে।