অসহায় মন শুধু অকারণ
ঘুরে ফিরে কোন অজানায়
অবশেষে হয় মনে রেখে ভয়
পেয়ে হারানোর বেদনায়।