দাপট বুঝি মিথ্যের ঝুড়ি
সত্যকে করে খুন
চিনির বদলে নুন!
হেলমেট পরা মেকাপে খরা
চশমার চোখ ঘুণে ধরা
তবুও চলি মুখোশ নিয়েই
মানিয়ে নিতে মান
বাঁচিয়ে রাখতে জান।
হর হামেশা ঘটছে অতি
নিত্য দেখা নিজের ক্ষতি
চোখের জলও আড়াল করে
মুখে মরা হাসি,
বড্ড ভালোবাসি!
চলছে চলুক বলছে বলুক
কষ্ট মাঝেই খুঁজতে সুখ
খোদার তরে ডাকা
দেখে নিও তুমিই সব
মনের তরে কি অনুভব!
স্বপ্ন বোনা ফাঁকা।
দলের নামে হরির লুট
শাসন নামে শুধুই ঝুঁট
কাজের নামে পরে আসো
দৃশ্যতা আর কতো?
বুক চিতিয়ে চলছে খুনি
ধর্ষক আবার মহা গুনী
ব্যবসা নামক ঠক বাজিতে
মাথাটা আজ নতো।