ফেসবুকটা মেয়েদের লাইক কমেন্টের ভীড়
ছেলের বেলায় আবার দেখি একটুখানি ধীর।
একটু হাসি মিষ্টি অনেক দেখতে লাগে খুব
দেখার ছলে হুমড়ি খেয়ে নিজে থাকে চুপ।
কি দিলাম কি লিখলাম একটু পরে খুঁজি
আমার থেকে আরও পিছে কেউ পরেছে বুঝি
খোঁজা খুঁজির মাঝেই তারা হয় যে ভাইরাল
খুশির ঠেলায় একটুখানি ফুলায় নিজের গাল।
ফেসবুকের গুণের বাহার ধ্বংস ছেলে হয়
মেয়ের বেলায় উল্টা হয়ে ভিন্ন কথা কয়
আমার বেলায় একই রকম ঠেলা ঠেলির খেলা
সুযোগ খুঁজি সামনে যেতে দেখতে হরেক মেলা।