মেয়ে,

তুমি যখন তোমার মায়ের কোলে
যখন তোমার ঘরে দোলনা দোলে
খুশিতে ঘরের লোক আত্মহারা
বাবার মুখে হাসি পাগল পারা

তুমি কি জানতে একদিন বড় হবে
চারিপাশে তোমার নতুন বন্ধু রবে
ভালবাসবে তোমায় আপন সবে
খুশির জোয়ারে ভাসবে এই ভবে

মেয়ে,

তোমার ছেলেবেলা কাটবে ভালো
মিষ্টি কথায় তুমি ছড়াবে আলো
ভালো লাগবে রং সাদা কিবা কালো
খেলার পরিবেশ থাকবে অগোছালো

তুমি বলবে মিষ্টি কথা সীমাহীন
পুতুলের মত সাজবে প্রতিদিন
শাসন হবে তোমার জন্য সমীচীন
সহজ উত্তর হবে বলায় কঠিন

মেয়ে,

আমার লেখার মাঝে তুমি নারী
কখনো ভরা পেট কখনো অনাহারী
কারো পছন্দের মাঝে নীল পরী
অন্য চোখে হবে তুমি ভাঙা তরী

তুমি তোমার স্বাধীনতার ঘরে বন্দি
অগোছালো জীবন হয় কখনো ফন্দি
নিরাশ মন হয় না পাওয়ার স্বাদ
হারিয়ে যায় নিমিষে রঙিন প্রভাত।