আমি চাই'না তুমি যাও হারিয়ে
আমি চাই বড় হও আমায় ছাড়িয়ে
মধ্যমণি হবে তুমি সকলের তরে
জ্ঞানের আলো রবে তোমার পরে।
দৃশ্যতা হারাবে এই কালের ক্ষণ
ছোট হবে পরিসর আপন পরিজন
দক্ষতায় পরে রবে কাগজের পাতা
পাল্টাবে অংক সুত্র জীবনের খাতা
ভাবের আবেগে তুমি কল্প রানী
নেহাত তুচ্ছ হবে অন্যের বাণী
মাপ কাঠি ভিন্নতায় আদিকাল হয়ে
প্রভাত সান্ধ্য হবে কি বিতর্ক ক্ষয়ে
তবুও তুমিই রবে শুধু অনুভব
অচেনায় আনাগোনা ঐ কলরব
যান্ত্রিক জীবনে বিলিন মানবতা
সেদিনও তুমিই রবে স্মৃতির কথা
নড়বড়ে সাহিত্য শক্ত করে ধরবে
সোশ্যালের মাঝে ও ভিন্নতা গড়বে
কবিতার মাঝে দিবে ভাবের গতি
ছন্দের তরঙ্গে করবে দুষ্টুর ক্ষতি।
( এই কবিতা আসরের ময়ূরী রয় এর একটি কবিতা পাঠে মন্তব্য করতে গিয়ে লিখেছিলাম তাকে নিয়েই। কবিতাটি কাব্য কন্যা ময়ূরী রয়কে উৎসর্গ করলাম)