কেমন হবে আমাদের আগামী অতীতকে ছাপিয়ে,
বর্তমান! সে তো চলছে মোহ মায়া আয়েশে দাপিয়ে।
খারাপ! বড্ড অচেনা এই নামটি এখন নিত্য দেখা দায়,
তবুও সকলের তরে রক্তে মিশ্রিত অজান্তেই দিচ্ছে সায়।
যদিও শিখছি, নাহ! শেখাচ্ছি উল্টো পথের মহাযাত্রা,
ভালোর বিপরীতে ক্ষতি সাধনেও নেই কোন মাত্রা।
আধুনিকের নামে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি সব,
সিরিয়াল নামক অপরাধ তৈরিতে সহায়ক কলরব।
অভিনব কায়দায় এঁকে দিচ্ছি কিভাবে করতে হবে খুন,
ধর্ষণ করেও বেঁচে যাওয়ার মন্ত্রে দিচ্ছি বিশেষত্ব গুন।
চুরির কৌশল বুঝি গোয়েন্দা কাহিনীতে নিহিত আছে,
বড় মাথাগুলোর আশীর্বাদের ঢাল থাকে ওদের কাছে।
সরকারী পকেট নীতি খুব যে দরকারি মূল্য কেন নাই,
ঘুষের অংকটা খালি হলেই প্রয়োজন পরে থাকা চাই।
নিহিত আছে ভবিষ্যৎ হবে মানব বান্ধব আধুনিকতায় ভরা,
তবে কি হবে মুক্ত পাখিরা আকাশেই খাবে না আর ধরা!
ভয়ানক এই পাখিরা তো পেশায় পটু দুর্নীতি করা নেশা,
অতীত কি ভালোই ছিল ? কর্মহীন থেকে অনাহারীর পেশা?
অজানা ছিল ভূরি ভূরি সব, ঘুমটাও ছিল সন্ধ্যা রাতে,
মোরগের ডাক পাখির কলতানে প্রভাত, প্রভু প্রার্থনা সাথে
ভবিষ্যৎ এই আজব নামটি এখন ঘুরপাক খায় সারাক্ষণ,
নিজেকে হারিয়ে নির্ভুল থেকেই অতীত করতে স্বজন।