স্বাধীনতা' তুমি যে মুক্ত আকাশের পাখি?
তুমি কোটি মায়ের অশ্রু ঝরা দুটি আঁখি!
তোমাকে পাবো বলে কত রক্তে'র বন্যা,
রাজপথে জীবন দিলো কত যুবা-কন্যা।
হারালো কত মা বোন তার স্বীয় সম্ভ্রম
কত হানা দিয়ে ছিল পাক হানাদার যম।
হে স্বাধীনতা তুমিই আমার অহংকার,
স্বাধীনতা তুমি দামাল ছেলে'র হুংকার।
স্বাধীনতা তুমি শহীদের রক্তে'র দান
স্বাধীনতা তুমি লাখ-লাখ বাঙালির প্রাণ
হে স্বাধীনতা তুমি বুক ফাটা মায়ে'র হাসি,
স্বাধীনতা তুমি মরুরই বুকে জলরাশি।
স্বাধীনতা তোমাকে পেতে মোরা অস্ত্র ধরি
মা'কে বাঁচাতেই অস্ত্র ধরে যুদ্ধ করি।
তোমায় পেতে কত যুদ্ধ উল্লাসে মাতি
হে স্বাধীনতা তুমি কোটি বাঙালির প্রভাতি।
ক্লান্ত তবু নিদ্রায় নিভে নাই দু' আঁখি
তোমাকেই বাঁচাতে হয়েছি রাত জাগা পাখি।
তোমায় পাবার তরে বিলিয়েছি এই প্রাণ
লাল সবুজে'র বাংলা করিতে মহীয়ান।
(প্রিয় কবি তাওহীদ তালুকদার ও কবি বৃষ্টি এর উৎসাহ ও অবদানের জন্য এই লেখা। এর জন্য কবি তাওহীদ তালুকদার কে কবিতাটি উৎসর্গ করলাম)