সঞ্চালন হয়েছে আমার তন্দ্রিয় হৃদ
হাজার বছর পর কেউ বুঝি খুঁজে পেয়েছে
আধুনিকতার ছোঁয়ায় খুঁজে নিয়েছে কোন এক বৈজ্ঞানিক দল
আমায় নিয়ে আগ্রহের ত্বরায় করবে গবেষণার ফল
কুৎসিত কালো বর্ণের চেহারায় কেন হিরের ঝলক উজ্জ্বল?
এতো গভীরে আমায় রেখেছিলে তুমি সযত্নে
আমার বিশ্বাস হচ্ছে না তাই পর্যায়ের ভাঁজে
নিজের হাতে যে খুন করেছিলে আমায় রক্ত বিহীন
চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিলে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ
ক্রোধের শেষ পর্যায়েও কেঁদে ছিলে খুব
তোমার চিৎকারে কেঁপে উঠে ছিলো আকাশ-জমিন
স্তব্ধ হয়েছিলো প্রাণীকুল ক্ষণিক সময়ে'র জন্য
তোমার আহাজারিতে আমার মৃত্যুর স্বাদ নিতে কষ্ট হয়নি এতটুকু
সঞ্চালিত আমি এখন গবেষক দলের চিন্তার কারন হয়েছি
ওরা আমাকে সুনিপুণ দক্ষতার ছাপ দিতে চাইছে
তুমি বলে দাও, তুমি ছাড়া আমাকে নিয়ে ওরা কি কিছু জানবে?
বলতে পারবে আমার অন্ত্রিদয় কেমন?
হয়তো খুঁজে নিবে আরও অনেক কিছু
তবে খুঁজে পাবে না তোমার আমার ভালবাসার শেষ পরিণয়
খুঁজে পাবে না দুটি মানবের অমূল্য ভালবাসার হারানো দিন
খুঁজে পাবে না আমার জন্য তোমার তুমিকে হারানোর শোক
তোমাকে আমি খুব ভালবাসতাম তুমি জানতে
তুমি জানতে তুমি ছাড়া আমার বুকের মাঝে শুধুই তুমি
অজ্ঞতার ভুল আজও আমাকে জিয়িয়ে রেখেছে হয়তো
হয়তো তোমার জন্যও হাজার বছর পর খুঁজে পেয়েছে ওরা
হয়তো তোমাকে খোঁজার জন্যই আমাকে খুঁজে নেওয়া
নয়তো বা কেন তুমি আমাকে নিজের হাতে করবে খুন
কেনই বা তোমার গাঁয়ে লেগে থাকবে রক্তের দাগ
কেনইবা তোমার হৃদয়ের রক্তক্ষরণে হয়েছে নোনা জলের সাগর!
তোমাকে অসম্ভব ভালবাসার জন্যই
তোমার তরে নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলাম শুধু
চেয়েছিলাম কাঙ্ক্ষিত বাসনা অনাকাঙ্ক্ষিত ভাবে সঁপে দিয়ে
অনন্ত করে নিতে চেয়েছিলাম আত্মার বাঁধন
ভুল হয়ে গেলো তখন, লালসার রসে ভিজে শূন্যতা রাতে
ভুল হয়ে গেলো তুমি তো তুমি নও, উষ্ণতা বিলিয়ে অন্ধকার
আবেগ আর সুখে যখন স্বর্গ সুখে ডুবে থাকা মন
তোমার ডাকে বাস্তবতার ঘোর কেটে আমি অপরাধী
আমায় নিয়ে করুক সব গবেষণা, করে নিক মোহের উদ্ভাবন
খুঁজে নিক তোমায়, সান্ত্বনা দিক আমার তরফ থেকে
একবারের জন্য ক্ষমা চাইতে সুযোগ করে দিক
তোমাকে আজও ভালবাসি বলার সুযোগ করে দিক
এখন হয়তো যৌনতা পৌঁছে গেছে প্রতিটি ঘরে
হয়তো এসব সামাজিক স্বীকৃত স্মারকলিপি হয়ে গেছে
তোমার প্রতিবাদী হৃদ খুঁজে বের করুক এই গবেষণায়
সকলে জেনে যাক আমাদের অদম্য ভালবাসা ও শেষ পরিণয়।