তোর জন্য নিশি রাতে পরে চোখে জল
কান্না হয়ে অন্য ঘরে গেলি কেন বল ?
আর হবে কি বায়না দেখার জানি না
কোথায় হবে আমার মনের ঠিকানা।
তোর সনে কিছু ক্ষণে এতটুকু খুশি
স্মৃতি হয়ে বুকে আমি দুঃখ খানি পুষি
শূন্য প্রাণে শূন্য পথে একা চলে যাই
অন্ধ চোখে বন্ধ বুকে খুঁজি তুই নাই।
তোর মায়া কেন বুঝি চোখে ভাসে বেশ
ভালবাসা মূল্যহীনে অন্য ঘরে শেষ
যাহার বুকে রাখবি তোর মাথা খানি
ভালবাসায় ভাসবি তাও আমি জানি
দোয়া করি তুই যেন থাকবি-রে সুখে
জানবি না তুই আর আমি কত দুঃখে।