আগুন ছাড়াই পুড়ছে হৃদয়
অন্তর বিষের জন্য,
সত্যি নাকি মিথ্যার ঝলক
ছাই হওয়াটায় ধন্য।
জগৎ জুড়ে গড়ছে বসত
নীতি কথায় বান,
কোন নীতিতে ঠাণ্ডা জল
থাকবে নাতো জান।
সাদা কালোর খেলনা টাকা
গরীব মরে ভুখে,
ঋণের ত্রাণে নৌকার হাল
শূন্য পালের সুখে।
গড়বো খানিক করবো বেশ
চকচকে ঐ আসন,
ধামাচাপা'র পাঁয়তারা আর
লুট রাজ্যে শাসন।
চিত্র খানেক পাল্টে হবে
রসিক ধর্ষণ খেলা,
আজব প্রাণী বাংলা মাটির
করছে হরেক মেলা।