শীত করুন বৈরিতা কুয়াশার মাঝে
ভালবাসার যে ফুল ফুটে সেই সাজে।
আমি খুঁজি সেইটুকু আলাদা সময়
শীতের থর কাপনে পাই যেন ভয়।
টিপ টপ শিশিরের ছড়ানো স্বপ্নের
ভালবাসা সে সময় প্রভাত আলোর।
ঘুম ভাঙ্গা মৌ মৌ গন্ধ স্বপ্নের সে ফুল
কাক ডাকা প্রভাতের আলিঙ্গনে দুল।
শীত আসে স্বপ্ন নিয়ে কিছুটা ভুলের
আলো ছায়া রেখে মাঝে ফুটে মুকুলের।
অরন্যতে পাখি ডাকা শুয়ে শুয়ে শুনি
কুয়াশার সাদা ছায়া একে দুয়ে গুনি।
এই শীতে পাই বুঝি মৃদু ভালবাসা
শীতের ফুল কখনো করে না নিরাশা।