( আসরের প্রিয় কবি মোঃ বুলবুল হোসেন এর কবিতা "মনে রাখি ধরে" অবলম্বনে এই লেখা )


প্রথম প্রেম প্রথম দেখা
বসন্তের প্রভাতে,
ভীতু চোখ কাঁপা বুক
তবুও আছি এক সাথে।

মিটি মিটি চেয়ে থাকা
মুখে রেখে হাসি,
নদী পাড় জলাধার
তরী হয়ে ভাসি।

ফুল রাজি চেয়ে আছে
নানা রং বাহারে,
ভালবাসি বলি- বলি-
কি করে তাহারে ?

কোকিলের বউ ডাকা
লজ্জায় ঢাকা মুখ,
পথের রেখা আঁকা বাঁকা
বাতাসে পাই সুখ।

কৃষ্ণচূড়া, পলাশ হাসে
ঠোঁট যেন মিষ্টি লাল,
গোলাপের পাপড়ি তার
বসন্তের হালচাল।

ভালবাসি বলে হাসি
বোকা শোকা এই মন,
পাশে থাকা ছবি আঁকা
প্রথম প্রেমে এই ক্ষণ।