আমি হয়তো তোমার জন্য
আনি'নি কোন ফুল,
প্রথম দেখায় এটাই ছিল
আমার প্রথম ভুল ।
চেয়ে থাকি ভেবে আসবে
পথ-পানে একটু খানি!
ভেবে ভেবে মন ক্লান্ত এখন
ঝরে চোখের পানি ।
এমনি আমার প্রথম প্রেম
না বলায় হয়ে গেল শেষ,
তবুও আশায় দিন কেটে যায়
হৃদয়ে কাটে না রেশ ।
ভাললাগার ভালবাসায় আজও
পাগলামি হয়ে যায় কিছু,
অপেক্ষায় আছি এই আমি
দেখলে ছাড়বো না পিছু।