( এই আসরে আমার প্রিয় একজন কবি যার ছদ্ম নাম ছড়া-ওয়ালা। সুন্দর ছড়া কাব্যে মাতিয়ে দেন আমার ও আমার ছোট্ট ছেলেটির। এই কবিতা তাকে উদ্দেশ্য করে লেখা ও উৎসর্গ করা )


ছড়া ওয়ালা কেন জ্বালায়
মাঝে মধ্যে এসে,
আমার ছেলে বেজায় খুশি
ছড়া পাঠে হেঁসে।

নাম ঠিকানা জানা নাই
কোন নিবাসে খুঁজি,
ছড়া পাঠে খোকার মা
মৃদু হাসে বুঝি।

ছড়া ওয়ালা লাগবে আমার
নিত্য ছড়া পেতে,
তবেই খুশি থাকবে বুঝি
মা ও ছেলে মেতে।