দিনের মাঝে স্বপ্ন খুঁজে
আশায় বাঁধি বুক
বুকের মাঝে বেদনা বাজে
কোথায় পাবো সুখ ?

রাতের আঁধার মন ব্যাকুলে
প্রহর গুনি শেষের
বিষম জ্বালার দিন আসিলে
প্রহর হবে কিসের ?

একলা মনের একলা বাস
পাইনা সুখের হাত
জীবন তরী ভেসে এসে
দুঃখ সুখে সংঘাত ।

আপন আমার সবই আছে
আছে বাঁধা ঘর
ঘরের মাঝে সুখ হয়েছে
সতীন যেমন পর !

বাহির পানের লোকজন সব
সদাই হাস্য মুখ
মুখের হাসি বুকের মাঝে
বাড়ায় শুধু দুঃখ !

বলবে সবাই ভালো আছি
কষ্ট কোথায় বলো ?
সুখের আশায় নদীর বুকে
আমায় নিয়ে চলো ।