তুমি হারিয়ে গেলে নাকি?
এক চিলতে ভালবাসা দিতে এসেছিলে আমার মণিকোঠায়
দুদিন আগেও তো আমায় খুঁজে নিলে মরুভূমির মাঝ থেকে
ডেকে ডেকে ক্লান্ত হয়ে বলেছিলে তুমি ফিরে এসো
ফিরে আসলে তোমায় বলবো আমায় ভালবেসো
তখন তৃষ্ণার জল পেয়েছিলাম খরতাপের নীল আকাশ থেকে
ছিল না মেঘ জমা, ছিল না মনের আয়না
মনের তৃষ্ণা মনেই মিটেছিল খুব, কি অপরূপ তোমায় পাওয়া!
তুমি হারিয়ে গেলে নাকি বরফের দেশে?
অবশেষে খুঁজে নিতে বলবে সাত সমুদ্র দিতে পারি
পরীক্ষার মায়াজালে ফাঁসিয়ে দিবে অধীর অপেক্ষার ডালা-পালা
উঁকি দিয়ে দেখবে আমার পাগলামি আর অন্যকে দিয়ে অবহেলা
তুষারকে চাদর বানিয়ে ঢেকে রাখবে পরিচয়ের নেমপ্লেট
গুগল ম্যাপে রেখে দিবে নাকি আঁকাবাঁকা পদচিহ্ন
আত্মগোপনে নিজেকে কোথায় লুকাবে আর
অধীর অপেক্ষার অবসান ঘটনা নাকি দুর্ঘটনার?
তুমি হারিয়ে গেলে নাকি?
সাহসী যোদ্ধার তরে সঁপে দিয়ে আমার মায়াময় হৃদয়
অভিবাসী হয়ে ভুখে পরে থাকতে উন্মাদ পাগল করে
ভালোলাগার উষ্ণতা খুঁজে নেবার জন্য কি হারালে
নাকি তিরস্কারের চোখে লজ্জার আবরণ পরে আছো বলেই
নাকি মিথ্যে আশার মাঝে বেঁচে থাকা আর অপেক্ষার জন্যে
হয়তো সব ভুলের মাঝে ডুবে আছি, খুঁজিনি তোমার তরে গিয়ে
নয়তো'বা স্বপ্নে বিভোর দুঃস্বপ্নের অন্তরাল নিয়ে।
আমি ভালবাসি তোমায় খুব
তোমার জন্য হৃদয় বইছে ঝর্ণাধারার কল কল জলধারার শব্দ
তোমায় পাবার আকুতিতে আকাশের পাখিদের দিচ্ছি ধরা
ফিরে পাবার আশায় ভালবাসার হতাশায় অরণ্যকে করেছি আপন
সাগর পানে করছি অপেক্ষা, মহাযাত্রার শেষে আসবে তুমি!
আমায় ভালবাসবে, আমায় ভালবাসবে আর হাসবে
আমার পাগলামির কীর্তি গুলো দেখে দেখে হাসবে
ভালবাসবে শুধু আমায় ভালবাসবে।
(উৎসর্গ করলাম = কবি শাহনূর, কবি মার্শাল ইফতেখার আহমেদ, কবি শামীনুল হক হীরা ও কবি
অবিরুদ্ধ মাহমুদ)