ফেলে আসা ভালোবাসা রোমন্থন করি
আকাশ কুসুম ভেবে দৃশ্যপট আঁকি,
অনুভূতির ছায়াতে জীবন যে ধরি
অন্ধকারে নিমজ্জিত পুরোটা'ই ফাঁকি।
অতীতের স্মৃতি সম শুধু ভালোবাসা
অদৃশ্যে ভেসে উঠছে যে কথা অব্যক্ত,
সময়ের টানে শেষ শুধুই হতাশা
বিষণ্ণ হৃদয়ে আজ স্মৃতিগুলো ত্যক্ত।
আজও হয়নি বুঝি ভুল অবসান
সামান্য কথায় শেষ ভালোলাগা সব
নীরবে কেঁদেছে বুঝি শুধু অনুভব
তবেই ঘটেছে ক্ষণ ভুল অপমান।
হৃদয় বসত করে ভালবেসে মন
হতাশায় ডুবে চেষ্টা শূন্যতা পুরন।