কবে হবে হুঁশ বল কলঙ্কিত সব
বিবেক পুড়ায়ে ছাই লুটে খায় অন্ন
নিত্য শখে সুখাবহ ভুলে গিয়ে রব
ভোগের ধর্ষণে করে নারী রূপ পণ্য
বেহুদা অনুশোচনা সমাজের বাঁকে
রাহাজানি আনন্দের খুনে মায়াময়
ঘৃণিতরা কান্না ঘেরা অভিশাপ আঁকে
নিরস চেহারা রক্তে মনে নেই ভয়।
মরণের ক্ষণ নেই ভয়ের কারন
শোষণের নেশা ঘোর কবে হবে শেষ
নতুন শেখার তরে নব পরিবেশ
অভিভাবক সুজোগে হয় না বারণ।
এমন চলবে জানি নিত্য ভয়ংকর
মানব সেবার নামে বিষণ্ণ সবার।