ব্যস্ততা তাই কর্মে দোহাই
সময় চিত্র আঁকা,
অর্থ মোহ চোখ নেশাতেই
ভরা পকেটও ফাঁকা।
ধর্ম দোহাই হর হামেশা
পালন কালে চুপ,
তর্কে গেলে কেউ ঠকে না
জান্তা তিনি খুব।
দম্ভের চাঁদ হাতের মুঠোয়
হিংসার মাঝে সুখ,
মিথ্যে মায়ায় রাতের ঘুমে
ব্যথায় কাতর বুক।
নীতির রীতি হাতেই গড়া
শাসন শোষণ সব,
পেটুক পুরুষ ঘুষের তরে
ভুলে নিজের রব।
বাঙালী মন গর্ব করেই
দুর্নীতি লম্ফ ফাস্ট,
খুন ধর্ষণ নিত্য খেলায়
বিচার কার্যে লাস্ট।