কৃষাণ আমার বন্ধু মাঠে যার কাজ
সমাজে শুধুই চাষা নেই কোন লাজ
লাঙ্গল জোমাল নিয়ে চলে যেথা মাঠে
ফিরে আসে কাজ শেষে গোসলের ঘাটে
চাষির সরল মন সদা হাস্য মুখ
দিনভর ক্লান্তি শেষে স্বপ্ন দেখে সুখ
আমার বন্ধু যেথায় দেয় প্রতিদান
দেশের উন্নয়নে সে নিবেদিত প্রাণ।
সোনালী ফসল ফলে তার হাত দিয়ে
কৃষক বিজ্ঞানী'ও সে চন্দ্র'তে না গিয়ে
মেঘের দেখা'য় বলে বৃষ্টি কবে হবে
কিভাবে নিড়ান দিলে আগাছা মরবে
সরষে ফুলের হাসি সোনালি'র ধান
সবই কষ্টের তার পরিশ্রমে দান।