রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের নেতাই
করেন ধর্মের ক্ষতি,
তথ্য নামক বানিজ্যে গড়া
মিথ্যে মুখের অতি।
দেশের তথ্য বাইরে বেড়ায়
অর্থও সাথে ঘুরে,
করের খাতায় অর্থ যাদের
তারাই থাকে দুরে।
ইনশাআল্লাহ বলায় পটু
নির্বোধ জাতির তরে,
ইচ্ছে খুশি সাম্প্রদায়িকের
ভোটের নীতি গড়ে।
মুসলিম বলো হিন্দু বলো
বিরোধ কারো নাই,
বিরোধ বুঝি ইঙ্গিতেই হয়
ভাষণ প্রথায় পাই।
জাতিভেদের ভাবধারার ঐ
মুষ্টি হাতেই বন্ধ,
ধর্ম নিয়ে তালবাহানার
মিথ্যে প্রচারে অন্ধ।