রুদ্ধ নগরী'তে অন্ধ আইনের চোখ
জ্ঞানের ভাষায় তব জ্যোৎস্না ভুখা মন
বেহিসেবি নথিপত্র সই আলিঙ্গন
অতীত ভাবিয়ে তোলে ভুলে থাকা শোক।
থমকে নির্বাক মন বাঁধা চিন্তা আর
খণ্ডিত তথা বর্ধন আত্ম মগ্ন দিন
পাওনা দেনা তবে কি বেড়ে যাবে ঋণ
আবহ বিপরীত ঐ রুদ্ধ সমাচার।

ভাঙনে ভঙ্গুর আমি ঝাঁঝরা পাঁজরে
চৌদ্দ শিকের আয়না স্বপ্নে উঁকি দেয়
সত্যের মৃত্যু কাফনে একা টেনে নেয়
মনের মাঝে দেয়াল রঙ্গিন সাঁজরে।
বিপন্ন সভ্যতা আজ কিসের জিজ্ঞাসা
আধুনিক নকলের মিছে ভালোবাসা।